
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আবার বাইশ গজে ঋষভ পন্থ। কলকাতায় হাজির তারকা ক্রিকেটার। বিশ্বকাপের আবহের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে বুধবার থেকে শিবির শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার শিবিরে যোগ দেন ঋষভ পন্থ। এক মুখ দাড়ি, চোখে রোদচশমা, মাথায় টুপি নিয়ে নামেন মাঠে। যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। যতক্ষণ মাঠে ছিলেন, তাঁর দিকেই ক্যামেরার লেন্স তাক করা ছিল। যদিও ব্যাটিং বা উইকেটকিপিং করেননি পন্থ। মাঠে সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ঋষভকে দেখেই কথা বলতে এগিয়ে যান সৌরভ গাঙ্গুলি। দিল্লির ক্রিকেট ডিরেক্টরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় পন্থকে। মাঠে উপস্থিত ছিলেন রিকি পন্টিংও। তাঁর সঙ্গেও অনেকক্ষণ কথা বলেন পন্থ। আগের আইপিএল মাঠের বাইরে বসেই কেটেছে। কিন্তু এবার প্রত্যাবর্তনের লড়াই শুরু করে দিয়েছেন।